বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ - ১৪:০৮
শহীদদের রক্তে গড়া ইসলামি ইরানের শক্তি

দেহদাশতের জুমা'র ইমাম হুজ্জাতুল ইসলাম আলী ওহদানি ফার বলেছেন, আজকের ইসলামি ইরানের শক্তি ও মর্যাদা শহীদদের ত্যাগের উত্তরাধিকার।

হাওজা নিউজ এজেন্সি: তিনি বৃহস্পতিবার সকালে কাহগিলুয়ে জেলার সানোয়েগান গ্রামে শহীদ হাসান জামানি স্মরণসভায় উপস্থিত শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, “যদি জায়নিস্ট শাসন (ইসরাইল) আবারও হামলা চালায়, এবার কোনো যুদ্ধবিরতি থাকবে না। আমরা ইরাক, সিরিয়া, লেবানন বা কাতার নই—শত্রুকে ভয়াবহ জবাব দেওয়া হবে।”

তিনি শহীদদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আজ যদি বৈশ্বিক শক্তিগুলো পিছিয়ে যায়, তা শহীদদের রক্তের বরকতেই। আমাদের প্রতিটি সৎকর্মে শহীদরা সওয়াবের অংশীদার।”

হুজ্জাতুল ইসলাম ওহদানি ফার বলেন, “এই দেশ ইসলামী বিধানের ওপর প্রতিষ্ঠিত। ১২ দিনের যুদ্ধে শত্রুরা বুঝতে পেরেছে, ইসলামি ইরান শক্তিশালী।”

শহীদ হাসান জামানির শাহাদাতবার্ষিকী স্মরণে তিনি বলেন, “যখন শহীদ জামানি যুদ্ধক্ষেত্রে ছিলেন, তখন আমাদের কালাশনিকভ তৈরির ক্ষমতাও ছিল না। কিন্তু শহীদরা ঈমান ও নেতৃত্বের প্রতি আস্থায় যুদ্ধ করেছেন এবং দেশের এক ইঞ্চি জমিও শত্রুর হাতে যেতে দেননি।”

তিনি যোগ করেন: “আজ ইসলামি বাহিনী আঙুলের ইশারায় বিশাল ক্ষেপণাস্ত্র ছুড়ে দিতে পারে সরাসরি তেলআবিবের দিকে। এই শক্তি আজ ইসলামের মর্যাদার প্রতীক এবং বিশ্বজুড়ে আলোচনার বিষয়।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha